হায়রে দেশ, হায়রে শহর ঢাকা
কোথায়ও নাই একটুখানি ফাঁকা।
গাড়ির জ্যামের চেয়েও বেশি জ্যাম
গাড়ির ভেতর। মানুষ যাদের নাম-
পিছন থেকে ধাক্কা দিয়ে বলিস-
‘দেখি মামা, একটুখানি সরিস।‘
-বেটা সরবো কোথায়? একটুও নেই ফাঁকা।
হায়রে দেশ, হায়রে শহর ঢাকা।


বেহাল দেখে পাশের মেয়ে হাসে,
কন্ট্রাক্টর সমান জোরে ঠাশে,
কে যে কখন কাহার কোলে বসে!
কেউ হাঁচি দেয়, কেউ বা জোরে কাশে।
নানা গন্ধে দম ফুরিয়ে আসে।
ঠাঁসাঠাসির চরম খেলা শেষে
ভাড়া দেওয়ার সময় দেখে কাকা
পকেটে তার নেই যে কোন টাকা!
ভিড়ের মাঝে কখোন যে ভাই কষে
পকেটমারের আঙুল গেছে বসে ।
কনট্রাক্টর শুনেনা কোন কথা
চেঁচিয়ে সবার ফাটিয়ে দেয় মাথা।
ভাড়া তোমার দিতেই হবে কাকা-
আজিব দেশ আজিব শহর ঢাকা!


---রচনাকাল, ২০১৩