(স্বামী)         দূর, দূর, থামো! কেন কর ঝঞ্ঝাট?
                 দিবানিশি কানে এসে কর কটকট,
                 ঝগড়া-বিবাদ ভালো লাগেনা আমার-
                ভেঙে যাবে বলে দিলাম এই সংসার।  


(স্ত্রী)           উহ ! দেখ, বড় বেশী সাহস তোমার,
               আমারি সমুখে বসে ঝাড়ো হুংকার?
               কোনমতে দুইবেলা জোটেনা খাবার,
               মুখেতে রাজার বুলি ফোটে বারবার!
                খালি পেটে কোঁথা পাও এত চিৎকার?
                তাঁর চেয়ে কামে গিয়ে মর গে এবার!


(স্বামী)       যাই, যাই, দোয়া কর- যেন না ফিরি।
(স্ত্রী)           যাও যাও, দূর হয়ে। কেন কর দেরি?
                ঘর ছেড়ে কবরেতে কর বাবুগীরি।
                মুক্তি মিলুক মোর, যাও তাড়াতাড়ি।

                 অতীব দুঃখে স্বামী ছাড়িলেন ঘর
                 টাকার অভাবে তাঁর ঘর নড়বড়।
                 ক্ষোভ, ঘৃণা, উদ্বেগ, মনে বড় শোক
                 বড় অভিমানে জলে ভেসে যায় চোখ।


(ছেলে)          মা, মা, ওগো শোন। এ কি পরিতাপ,
                 বাবা নাকি নদীতেই দিয়েছেন ঝাঁপ!  

                 কথা শেষ না হতেই মা’র হাহাকার,
                 আজো সেই হাহাকারে কাঁপে সংসার।