মনের কথা আছে মনে, মনের মাঝেই থাক।
তোমার রুপ দেখে দেখে হইনা হতবাক,
এমন তোমার বাঁকা ঠোঁট, এমন চাঁদের মুখ,
দেখে আমার বুকের মাঝে করুক না ধুকধুক।
টিপ আটা ওই ললাট দেখি সোনার রঙে রাঙা,
কাজল চোখের চাহি তোমার হৃদয় ভাঙা ভাঙা।
গোলাপরাঙা ঠোঁটের নিচে মুক্তঝরা দাঁত
দিবালোকে ধরার পরে আমায় করুক কাঁত।


মনের কথা আছে মনে মনের মাঝেই থাক,
অবাক হয়ে দেখতে দাও তোমার সরু নাক।
এমন তোমার ঝর্ণাসম ঢেউ খেলানো কেশ
এমন তোমার চঞ্চলতা, চাতকপনা বেশ,
প্রসারিত আঁখির উপর ধনুকবাকা ভুরু-
দেখে আমার হৃদয়খানি কাঁপুক দুরু দুরু!
মন ভোলানো মধুর মধুর বাঁকা ঠোঁটের হাসি
হৃদয়ে মোর পরিয়ে দিক ভালবাসার ফাঁসি।



রচনা, ৩০ এপ্রিল ২০১৭