বন্দরে অসংখ্য যাত্রীর ভিড়-
প্রত্যহ বিবিধ কাজে নদী পারাপার।
একখানি ছোট নাও-ডুবন্ত শরীর-
আর তার দীনমাঝি, -ভরসা সবার!


মানুষের কোলাহল আর হুড়োহুড়ি-
দ্রুত পারের আশায় চলে পাড়াপাড়ি;
অগত্যা ছোট নাও নেয় পেট ভরি-
ডুবুডুবু ক্ষীণদেহে দেয় নদী পাড়ি।


নগণ্য মাঝির হাতে নৌকার দাঁড়,
হীনদেহে বহিতে না পারে তার ভার;
এদিকে অন্তর-জ্বালা শানায় প্রহার-
অভুক্ত সন্তানে চাই অন্ন-আহার!


উত্তাল তরঙ্গ দেয় অদম্য আঘাত-
ডুবুডুবু ছোট নাও কাঁপে মাঝনদে,  
নগণ্য মাঝির প্রতি তোলে দুই হাত
কু-দম্ভ ছড়ায় যারা বসে মসনদে!


    -- রচনা, ১৬ আগস্ট ২০১৭
        বনানি, ঢাকা