পঙ্কে জন্মি’ পঙ্কজ সুদর্শনা অতি
স্নিগ্ধ সৌরভে তাঁর মুগ্ধ চৌ-মতি,
আজীবন তরঙ্গতলে পঙ্কের আবাস
তব ধনে ধন্য ওই পঙ্কজের বাস।
দিবানিশি গুণগান পঙ্কজের তরে
পঙ্ক কাঁদিয়া মরে অতল গভীরে।


ফুলদানিতে পুষ্পখানি বেজায় মধুর
সুগন্ধ বরষিছে চৌ-পার্শ্বে সুদূর-
আজীবন তাঁরই তরে সপিছে আধার
পুষ্প উচ্চহাস্যে হাসে বারবার;
ফুলদানী উঁচায় হস্ত করিতে বরণ
পুষ্প ততই করে শৃঙ্গারোহণ ।


স্বর্ণলতার সর্বাঙ্গ সবুজের চূড়ে
স্বর্ণ নোলক তাঁরে বিভেদ না করে,  
লোচন বিজোড় সদা স্বর্ণ ছোঁয়াতে
উদার বৃক্ষ যেন আঁধার গুহাতে;
স্বর্ণলতা শোষিল ওই বৃক্ষের রস
তাঁরি তরে স্তুতি দেখ নিরলস!


রচনা, ১৯৯৯


*একাদশ শ্রেণী পাশ করার পর অবসর সময়ে কবিতাটি লেখা।