আজো আমি ভীমড়ি খেয়ে পড়ি তোমার স্মৃতির টানে;
স্মৃতি বলেই টানে কিনা তা কি আমার হৃদয় জানে?
আজকে যদি এই বয়সে আমায় ডাকো তোমার পাশ
জানিনে আজ পেতেম কিনা কাছে যাওয়ার অবকাশ।
সেদিন এতো মিষ্ট ছিল হয়ত বা মোর বয়স দোষে,
সেদিন যদি আজকে হতো যুগের শেষের প্রান্তে এসে
জানিনে ওই মুখের হাসি নিত কিনা আমায় কেড়ে-
আজ যে আমি বদ্ধ থাকি রকমারি কাজের ভিড়ে!
বয়স বাড়ার সাথে সাথে কর্ম আর ভাবনা বাড়ে,
প্রেমের আগুন নিভতে থাকে সংসারের ওই নায়ের দাঁড়ে।
পেটের দায়ে যুদ্ধ চলে ঘরে-বাইরে জগতময়-
অনাহারীর বাটির ভেতর তাই বুঝি প্রেম দুস্থ হয়।


হঠাৎ কখন অবসরে ভাবনা এসে হুমড়ি খায়-
ফেলে আসা স্মৃতির ঢেরে ভালোলাগার আবেশ পায়।
এ যে শুধু সমীরসম আবেশ দিয়ে হারিয়ে যায়,
অশরীরী স্মৃতির চিবুক ছুঁয়ে দেখার নেই উপায়।
কালের কোলে অনুভূতির মাঝে মাঝেই মিলন হয়
ক্ষণকালের এই যে মিলন স্মৃতি নামে হয় পরিচয়,
সকল কালে পূর্বকালের মুহূর্তরা আসলে ফিরে
স্মৃতির মত ভাবাবেগের রেশ না ফেরে সমান জোরে।
ভাবের ঘোরে চেতন যখন পূর্বকালের বয়স পায়
কালের সনে মিলে গিয়ে স্মৃতি তখন মধুর হয়।
স্মৃতি মানে কালের চরিত যতই তাহা অতীত হবে
মরমে তাহা তত বেশী ভাবাবেগের পরশ দেবে।