কখন কে কার আপন হবে
কে কার হবে পর !
দৃশ্যময় চলমান জীবন
নাকি মাটির ঘর!


প্রয়োজনে আপন হয়ে
অতপর হয়ে যায় পর ।।
আমরা সবাই পরবাসী হয়ে যাযাাবর।
তবুও তৈরি হয় বালুচরে বাধা ঘর।


যার ভিতরে নেই আলো নেই ঠিকঠাক,
দৃশ্যমান সবকিছুই রেখেছে রঙিন ফিটফাট ।
সবকিছুতেই দেনাপাওনা আর কাটাছেড়া ।
চোখ বুজিলে মাটির দেহ আর মাটির বেড়া ।