কবি-খোরশেদ আলম বিজয়
ছদ্মনাম★ব্যর্থ স্বপ্ন নিঃস্ব জীবন
লেখা---গোধুলি লগ্নে


তোমরা দেখেছো কি?
আজ পৃথিবীর হয়েছে অসুখ তাই,,
মানুষেরা ঘরে বসে হাহাকার করছে ভাই,


ফিলিস্তিনের এই নিষ্পাপ শিশুরাও
এভাবেই ভয় পেয়ে ধুঁকে ধুঁকে মরছে,,
দেখেছিস আমাদের শুনেও শুনে না তা  ,,


লিখেছে জমিনে সে করোনা নামক রক্তের কবিতা,,
কেউ তা পড়ে না,
ধরে না তার হাত,,
যুদ্ধে যুদ্ধে পৃথিবীটা ৩য় বিশ্বে বরবাদ..


দেখেছি সিরিয়ায় দাপটে ক্ষমতার,
ক্ষেপণাস্ত্রগুলো মাটিকে ছিড়ে ছিড়ে,
মানবতা কুড়ে খেলো দেখো সেই ইতিহাস,
জানাযায় মানুষের থেকে বেশি মৃত লাশ।।


কোথায় তোমার ঐ পরমানবিক বোমা,
দেখি সেটা পারে কিনা জীবাণুকে রুখতে,
এদিকে কোটিপ্রাণ না খেয়ে মরছে,
আহা পৃথিবীটা পেরেছে কী?বুঝতে!


আমি আজ আত্মহারা,
মানব জাতি ঘর ছাড়া,
ঘটছে কী ভাই,
হে খোদা দয়াময়,
করোনা থেকে বিশ্ববাসী সকলে আমরা মুক্তি চাই।
বিঃদ্রঃ-কবির অনুমতি ছাড়া পোস্ট দিবেন না।