(সাতক্ষীরার আঞ্চলিক ভাষায় লেখা)


তিন চার দিন, বেস্টি করিনে
চুলোয় ওটেনা হাড়ি।
বৌডা ও ফেদা করেনার ভয়তে,
গেরিয়ে বাপের বাড়ি।


হুটেল বন্দ, রান্তি পেইন্নে,
কি ঘোড়াড্ডিম খাব।
মনে কল্লা ফাকেদ্দানে কদিন।
শকুর বাড়ি যাব।


বৌডার কলা, আসতিচ বলো
মাছ, গোস্তো রান।
বৌ বলিদেলো "করেনা হুতেছ"
মুটেউ এসিনা যান।


এসি নাত্তিরি, আদর করবানে
আমি তো তুমার বর।
বৌ কয়িদেলো, দুর বিহা বিটা
এন্ডিন খেয়ি মর।


কি আর করবো, মনের দুক্কে
বাইরি গিলাম খাতি।
কনতে এসি পুলিশ খালু,
পুঙ্গাই দ্যালো লাতি।


আর্মি ইসে দিকলো আমার
মুকি বান্দিন ঠুসি।
হাবিল্দারে সুযুক পেয়ি,
কানে মেইল্লো ঘুসি।


বুল্লো আমার নাক বানবি,
হাতে পরবি মুজা।
ইকেন ঝেনো কান দেকিনে,
বাড়ি চুলে যা সুজা।


ঝাটা, নাতি খেইয়ে আমি,
বাড়ি আসতিলা ফিরে।
আদ্দেক পতে আরেক বাতান
আমার ধুল্লো ঘিরে


উরা নাকি সুমাজ সেবক
ধুবাই দ্যালো হাত।
তারির সাতে কুল্লো খানিক,
অসুহ্য উৎপাত।


অনেক কষ্টে বাড়ি ইশে
খাটে পড়লা শুয়ি।
গোস্তো রিন্দে কিডা দেকি
টেবিলি গেচে থুয়ি।


ক্ষিদের মাতায় খ্যায়ি নিলা,
সামনে ঝেগুন ছেলো।
পরে বোজলা, ভাত তোরকার,
ভাবি এনি দেলো।


ভাবি আমার, পিরিতির নোক
ঘরের দোরে থাকে।
ভাই গেরুলি, সুযুক পালি,
মাজে মদ্দি ডাকে।


একন ভাবি, এই বিপদে
রেন্দি দেচ্ছে রোজ।
দিনি রাতি, সুমান এসি
নিতেচ আমার খোঁজ।


বৌ বেঈমান, ভাবি আপন
বুজিচ এদ্দিন পরে।
আগে জানলি বৌ না ইনে
ভাবি আনতা ঘরে।


ইসব কুতা বৌর সাতে কেউ
বুলে যদি দ্যায়।
আমার বলো মেরি ফ্যালবে,
ভাবির দেবেন খ্যায়।


কাজ পাতিনে খেয়ি বুসে,
তাই লিকিচ এই চুতা।
আমি বলো বে করিনি,
সব মিত্যে কুতা।


তবে আমার শেষ কুতাডা
পারিন হ্যানো কতি।
করেনার সুমাই বাইরি ইসে,
দেশের কুরোনা ক্ষতি।