- - - ০ - - -
আমাদের সাতক্ষীরা
ছোটো একটি জেলা,
এই জেলাতে ৮টি থানা
আশা শ্যাম কালি কলা
পাট দেব সাত তালা।


আরো আছে খানবাহাদুরের মতো
উচ্চ মনের মানুষ,
এ ছাড়াও আছে রে ভাই
নানান রঙের মানুষ।


বঙ্গপোসাগর এই জেলাতে
আছে সুন্দরবন,
প্রকৃতির এই সৌন্দার্য দেখে
জুড়িয়ে যায় মন।


নদি, নালা, খাল আছে
আছে ফসল ভরা মাঠ
এই জেলাতে মোড়ে মোড়ে
দেখা যায় অনেক হাট।


সাতক্ষীরাতে বাগদা চিংড়ির
অনেক  ঘের আছে
সেই ঘের থেকে বাগদা ধরে
মোড়ের হাটে ব্যচে।


সাতক্ষীরাতে গাছের ডালে
কোকিল শালিক নানান পাখি
ডাকে অনেক ঘুঘু
ময়না পাখির মিষ্টি
কথায় জেগে উঠে বুবু।


শিশিরে ভেজা ভোর বেলাতে
ফোঁটে নানান ফুল
জুঁই বেলি শিউলি কদমের
মিষ্টি  সুবাসে  হারিয়ে যাই কুল।


সাতক্ষীরার মানুষের আছে
অনেক বড়ো মন,
কৃষি কাজের জন্য তারা
মাঠে দেয় জন।


চিংড়ি রপ্তানির পাশাপাশি এখন
রপ্তানি হয় আম,
সাতক্ষীরা জেলার সন্দেশের আছে
বাংলাদেশে জুড়ে নাম।


বিখ্যাত দুই ক্রিকেটার আছে
আছে শিল্পি, অভিনেতা,
আরো কতো জ্ঞানি-গুনি আছে
বলে শেষ করা যাবে না তাদের কথা।


আঞ্চলিক ভাষাতে কথা বলতে
আমরা কতই ভালবাসি,
এই ভাষাতে ভাগ করে নিই
রাগ,অভিমান, আনান্দ, হাসি।


এতো কিছুর মধ্যেও আমাদের
আছে অনেক ভালো মন,
খুব সহজে করে নিতে পারি
সবাইকে আপন।


সাতক্ষীরাতেই জন্ম আমার
সাতক্ষীরাতেই বসবাস,
এই সাতক্ষীরাতে ত্যাগ করতে চাই
জীবনের শেষ নিঃশ্বাস।