একটানা তুমুল বর্ষণে, হাবুডুবু চারপাশ
বৃষ্টির জলে সারাটা পাড়া ডুবে আছে...

জানালার ওপারে চেনা পথ নেই
পথ চলে গেছে, পথের আড়ালে...

মাথার উপরে বাল্বের ফিলামেন্ট তীব্রতায় জ্বলে
ফ্লুরসেন্ট পর্দা মেঘ হয়ে উড়ে...

নীলাভ ল্যাপটপে, ফেইস-বুকে
আঙ্গুল মনের কথা বলে...

রাতের নিবিড় অরন্য হাতের মুঠোয়
একা থাকি আমি, নিজের ভেতরে...

(২৩।০৫।২০১৩)