সময় বয়ে চলে
সুদীর্ঘ রেলের মতো একা একা।

লজ্জায় চুরমার প্রতিদিন
ষোল বছর পেরনো শ্যামলা মেয়েটা।

জ্যোৎস্নায় থৈ থৈ চারপাশ
পায়ের পাতায় জল, নুড়ি, স্তব্ধতা।

(১৫।০৬।২০১৩)