আষাঢ়ের পাতাঝরার দিনে
নিঃশ্বাস প্রয়োজনে উঠানামা করে।

জানালার ওপাশে অবহেলায় গাঙচিল নীল
আকাশে একাকী উড়ে।

বড় অহেতুক অলস বিকেলে বৃষ্টি এসে থামে,
তোমার কপালের টিপে।

পায়ের পাতা ভিজে যাওয়া শিহরনে
সবুজ শাড়িতে একরাশ নীরবতা লেগে থাকে।

বৃষ্টি ভেজা একটি রজনীগন্ধা মাঠের পাশে
ডুব-সাঁতার পুকুর নিয়ে আছে।

সহস্র বছরের বেহুলার মতো তুমি লখিন্দর খোঁজ
স্মৃতির পথে পথে।

ভাবছি তুমি কবে, ব্লটিং পেপারের মতো
ভালবেসে শুষে নেবে, এই জীবনের ক্ষত।

(২৭।০৬।২০১৪)