বিশ্বাস আর অবিশ্বাস, এই দুইয়ের মাঝে কি?
আছে নিশ্চয়ই কিছু;
আমার জন্যে ওই কিছুটাই বরাদ্দ রাখুন।

আলো আর আঁধার, এই দুইয়ের মাঝে কি?
আছে নিশ্চয়ই কিছু;
আমার জন্যে ওই কিছুটাই বরাদ্দ রাখুন।

হাসি আর কান্না, এই দুইয়ের মাঝে কি?
আছে নিশ্চয়ই কিছু;
আমার জন্যে ওই কিছুটাই বরাদ্দ রাখুন।

ভালোবাসা আর ঘৃণা, এই দুইয়ের মাঝে কি?
আছে নিশ্চয়ই কিছু;
আমার জন্যে ওই কিছুটাই বরাদ্দ রাখুন।

জীবন আর মৃত্যু, এই দুইয়ের মাঝে কি?
নিশ্চয়ই কিছুটা সময়,
আমার জন্যে ওই কিছুটাই বরাদ্দ রাখুন।

(উৎসর্গঃ আমিনুল ইসলাম বাবু, লায়ন কলেজ)
(২৬.০৪.২০১৩, নারায়ণগঞ্জ)