ক্রিকেটের পিচ

পৃথিবীর বুকে আমরা যেন ব্যাটসম্যান
পা কাঁপছে, ছুটে আসছে ফাস্ট বোলার
ব্যাটের কিছু খোঁচা, আর কিছু বাই
সাকুল্যে স্কোরবোর্ড লেখা একশ চার।

তিন জন আহত, দুই জন অবসৃত,
ব্যাট করতে নামে দম্ভিত প্রতিপক্ষ
পৃথিবীর কাছ থেকে শেখা ঘূর্ণির জালে
বুঝে গেল আমরাও ছিলাম সমকক্ষ।

জীবন-মরণের খেলায় আছে জয়-পরাজয়,
ক্ষমতার রক্তচক্ষুকে প্রতিবাদ করে না ভয়।

#পঙ্কজ কুমার চ্যাটার্জি।