সেই ছোট্ট বেলা থেকে পরে আছি কষ্টের জালে ।
আশার আলো পাইনা খুঁজে শুয়ে আছি খালে বিলে ।
আমার কষ্টের প্রবাহ কি থাকবে সারাজীবন ?
নাকি আমার কোন দিন হইবে না মরণ ?
জ্বালা-যন্ত্রণা কত বারে দিবে আর ব্যাথা ।
তোমরা বিশ্বাস কর এই আমার সত্য কথা ।
কোনদিন দেখি ,আশার আলো নয়নে আসে,
কখনও দেখি কাঁদে,কখনও বা হাসে ।
তোমরা বুঝে নাও ক্রন্দনটা সত্যি কষ্টের একত্রিত প্রার্থী।
কোন বন্ধু নয়,বান্ধবী নয়,ওরা আমার প্রিয় সাথী ।
আর তোমরা বিশ্বাস করে নাও যবে আমি হাসি,
ওটা সত্যিকারের এক একটা স্মৃতির বিন্দু রাশি ।
মায়ার জালে আবদ্ধ আজ এই নিষ্টুর মহাজগতে ।
তুমি কি ভেবেছো,মরণকালে কেও আসবে না বাঁচাতে ?
কাহার ওপর কর জীবনের সকল আশা ভরসা ?
তোমার অধিকারের ওপর,গুণের ওপর নাকি ভালবাসা।
তুমি কি জানো তোমার দাদুর দাদু কে বা কি গুণে পরিচয়?
আসলে সত্য তো এখানেই,সবার অন্তিম হয় ।
আমার প্রশ্ন,কেন তবে আজ  দুঃখের অজুহাত ?
সে তো কোনদিন করেনি আমায় কষাঘাত ।
না না,দুঃখ,জ্বালা-যন্ত্রণা,বেদনা তো সুখেরই ভাই ।
সত্যি ,অল্পতেই আমরা মরিয়া হয়ে যাই ।
ভাই যতই হোক না ঘোরতর দুশমুন,
এটা ভুলো না সে কিন্তু তোমারই খুন ।
মানব জীবন যে এক কষ্টের প্রবাস ।
সে কিন্তু আসলে সুখেরই প্রকাশ ।