একদিন সিংহাসন
আর সাম্রাজ্য ছিলো
যুদ্ধ দরবার তরবারি
আর কম্পিত হৃদয়
এইসব ছিলো
আলোঝলমল মহলে
অতপর চাইলেই বেগম
চতুর্দিক হয়ে জয়।


বাগিচায় নরনারী আমরা
কথা শুধু দেয়াল উদ্যান
আর ময়ূর শুনেছিল।


ফিসফিস কথা বাতাস
বয়ে নিয়ে গিয়েছে তারপর কবে।


ধুলা উড়ে আজ
মাটির খোরাকে গেছে পুরাতন
সময় সব খায় ;নিত্যই নতুন
চারিদিকে এখন শুধু তুমুল বাতাস
আসে মেঘ মহলে
মুছে গেছে মানচিত্র
মেঘ আর জলে।


তবু আজও কেউ রাজা
কেউ যারা রাণী আজ
তাদের বলেনি বাতাস
কি দারুণ ক্ষণস্থায়ী হয় তাজ!


শুরু হলেই হয় শেষ
বেচিকিনি যায় আনি
মানুষ তা জানে ;তবু
কেন বোঝেনি?


আসে ইতিহাস ফিরে
সত্য শক্ত আর শক্তই সত্য
প্রেম,রক্ত মনও নয়, সেই যে
মানুষের খেয়াল ,সে খেয়াল
আর খেয়ালির ভক্ত।