কী হতো যদি বিপুলা এই পৃথিবীতে
তোমার দেয়া দু:খটা না থাকতো?


তেমন তো কিছু না
শুধু একজন মানুষ
মাঝে মাঝেই শার্টটা উলটো করে পড়ে ফেলতো না
বই,জামাকাপড়, দেয়ালের কোণ
হতোনা মলিন
জমতো না ঝুল।


তেমন তো কিছু না
তুমি দু:খটা না দিলে
একজন হাসতে হাসতে প্রায়ই
উলটো ধরাতো না সিগারেট
ভরা আসরে হাসির ভিড়ে
একজন হতো না হঠাৎ গম্ভীর।


তেমন তো কিছু না,
নগরের বুক চিরে একজন চলে যেতে যেতে
একেলা
হাসতো না,হঠাৎ বেমানান।
সঙ্গত গম্ভীর আর একজন নাগরিক বেড়ে যেতো
যদি দু:খটা না দিতে।


তেমন কিছুই না
শুধু সারাদিন বসে থেকে থেকে
এমনিতেই হঠাৎ দিন যাওয়া হতো না।


যেন কোথাও যাবার আছে খুব
এমন হেটে হেটে গিয়ে
ফিরে আসাটা হতো না।


নি:শ্বাসে এত ভার আসতো না আর


গভীর রাতে মাঝে মাঝে বাস্তবে ফিরে এসে
অনুযোগ করা হতোনা
-"দু:খটা না দিলেও পারতে।"
যদি দু:খটা না দিতে।


বেশি কিছু নয়
প্রতিদিন শুধু ভাবা হতো না
-"চলছে চলুক এমন।আর কী আসে যায়!"