ডাক এসেছে গহিন মনের চলরে ছুটে চল
কোথা থেকে কোথায় যাব মন হল যে পাগল
চলরে ছুটে চল।


শান্তি আছে কোনখানেতে;কোনখানেতে পদ্ম ফোটে
চল মুছে অশ্রুজল আজ বুঝবি সকল ছল
সরোবরে খুজবো আজ সুখের উৎপল।


জীবন গেছে মরীচিকা নিরালায় সায়াহ্ন সম্বল
যা আছে এই বেলাশেষে রেখে যাব চিত্র সকল
ডাক পেয়েছি সুর এসেছে বেয়ে অতল।


সংসারেতে একা একা ছিলাম চঞ্চল
পথ পেয়েছি এবার খুঁজে; এতকাল চক্ষু বুজে
চলতে পথে বিছিয়ে রাখা প্রেমের শতদল।
তোমার প্রেমে আজ ভাঙবো শৃঙ্খল; মন
চল রে ছুটে চল।