এইখানে একদিন ঘর ছিলনা
ঘরের ভিতর ঘর ছিলনা
আকাশ একটু দূরেই ছিল।  
পথ ছিলনা কলরবের , পসরা নিয়ে বিক্রেতা
আর লেনদেনের সুক্ষ্ম হিসাব; কিচ্ছু ছিলনা।


এখানে এক পুকুর ছিল,গভীর একটা পুকুর ছিল
চারপাশেতে গাছ ছিল ,নিম্নমুখী পানির গন্ধে দুইটা
গাছের পিয়াস ছিল ,আধা উলঙ্গ বালক দলের
স্বেচ্ছাচারী গোসল ছিল।
মানুষ ছিল আয়াস পায়ের;জনপদে ধীর পায়ের
চিহ্ন গুলি আকা ছিল।


এইখানে এক কোকিল আসতো; সময়মতো সুর ভাজতো
একটা পাগল সব বসন্তে ,কোকিল টাকে মানুষ ভেবে খুব বকতো


এইখানে এখন ঘর হয়েছে ,ঘরে ঘরে দেয়াল উঠেছে
মানুষ গুলি গাছ হয়েছে জল হয়েছে মাছ হয়েছে
পুরনো কথা মনে করে ,বুকের মাঝে গ্লানি রেখে
মাটির আর পানির ঋণে
মানুষ এখন ক্ষেত হয়েছে। সৃষ্টি আবাদ করে।