মানুষের জীবনে যতটুকু সুখ , তারবেশী সুখ
তুমি পাবে ।


দেবতারা ঈর্ষায় দেখবে তোমায়
যতটুকু ভালবাসা মানুষে পায়
তারবেশী আসবে কুটিরে তোমার ।


কোনরাতে আলো হাতে কাঁদবে সবাই
প্রিয়জন মরলে যতটুকু কাঁদে স্বজন
তার চেয়ে বেশী , মৃত্যুতে তোমার ।


তারপর ভুলে যাবে তারা
ধূলি হয়ে যাবে যত আদরের নাম
নশ্বরেরা আজীবন পূজিবে ঈশ্বর
আগুনের চারিধারে নাচবে তোমার রক্তের ধারা
নত হয়ে তারা , করবে বন্দনা বিধিরে
তারপর ভুলে যাবে তারা।


অথবা , বিজলীর মত যাও
ক্ষনিক জীবনে যতটুকু চাও
তারচেয়ে বেশী পাবে ,একিলিস।
মানুষে মানুষে বলবে চিরকাল
                         একিলিস!


এরপর কোন উঠানেতে হামা দেবে শিশু
যুবতীর লাগি পাহাড়ের ওপারের ফুল
আনবে যুবক।
পাকা ধান আর রাই সরিষার ক্ষেত হতে
জঙ্গল জনপদ সমূদ্র বা সমতলে
আরও কত বীর আসবে
তবু লোকে বলবে
মহাবীর শুধু একিলিস।


মানুষের প্রেম চাহ , নাকী চাহ তাহদের মুখে চিরকাল
তোমার নাম ?


জীবন বাছিয়া নিলাম ।


সমূদ্র হতে মাতা এসে পবিত্র জলে
নশ্বর দেহখানি মুছে ধুয়ে দিল
বুঝল না রয়ে গেল ফাঁক
                      বিধাতার ফাঁকি।
বিধাতা ছাড়া নিঁখুত তো কেউ নয়।


এরপর রণভূমে মানুষ
দেখিল একিলিস!
মানুষ যতটুকু নির্দয় হতে পারে , তারচেয়ে বেশী
অমর হয়ে মানুষের জীবনে ।
তবু মানুষ হবার অপরাধে ভালোবাসলাম
প্রিয়তমা ব্রিসেইস !


যেদিন বিঁধিল পায়ে শর
চলে যেতে হল যেদিন
সেদিন কাঁদল না কেও
ব্রিসেইস তুমিও না ......


বীরের মৃত্যুতে অশ্রু নয়
আমি জানতাম !


নক্ষত্রের পতনে শুন্য হয় আকাশ
                            মাটি নয়।


সেই থেকে আমি পৃথিবীতে ফিরি
যদি পাই ,


মানুষের জীবনে যতটুকু সুখ ,তারচেয়ে বেশী
আর যদি কেহ ফুল চাহে
এসে কুটিরে আমার
জঙ্গল জনপদ সমূদ্র পাতাল সমতলে ফিরি
যদি পাই ,
"নিখুঁত মানবজীবন"।
যদিও জানি ,
নিখুঁত নয় কেউ ঈশ্বর ছাড়া ।


মানুষ মরিয়া গেলে স্বজনেরা আজও বলে
বতসরখানি বেঁচে যেত আর
কেহ বলে মাসটুকু থাকত যদি
যদি আর কিছুদিন !


আমি বলি নিয়ে জীবনের মশাল
যদি আর কিছুকাল , আর কিছুকাল ।
বাতাসে কাঁদে মহাবীর মন
নতমুখে বলে ,
আর কিছুক্ষণ ,কিছুক্ষণ ।