কোথায় যেন গরমিল হয়ে গেছে
দারুন বিপদে অস্তিত্ত্বের পূর্বে তলাশ
নেই কিছু সেখানে।


কোথায় যেন ভুল গনিতে
অগনন রাশিমালা কাদাজলে
সৃষ্টির নিনাদে নিরত।


কখন ?কখন সেই ভুল?
কীভাবে একটু আক্ষেপ থেকে
মানবের বিষাদ আকাশে আকাশে।


অভূত সেই ভুল, আজকের সন্ধ্যাফুল হয়ে
ঝরে তোমার করতলে
না দেখা গনিতে,চিহ্ন ফেলে চাহনিতে আজ
পৃথিবির শ্যামলীমায়।


ভুল থেকে জোয়ার,জোয়ারে
হিসেবী আসা যাওয়ার
বে হিসেবী আখ্যায়ন।

ভুল আছে তাই ,ভুল ছিল
পৃথিবীর ছায়ায় কারো হাসি
মাখা ছিল।
ভুলেই আছে কান্না তাই; আজও
সৃষ্টির আদিম জমিনে অবিরত
ভুলের চাষাবাদ।