01.


        নিঃ(শঙ্কা)


সোনালী কিংবা রাধাচূড়া
কি আসে যায় অনামিকা ?
তুমি হেম নও কনক নও
চূড়ায় একাকী কার জটা
লয়ে জটাধারী ;হব


প্রলয়কেই তুমি যদি চাও
জেনে রাখো এই চতুষ্কোন
মানসিক ত্রিশুল ,স্বর্ণ অথবা
একার উচ্চাসন ,আকাঙ্ক্ষিত নয়।


আমাকে শুধু শ্বাস নিতে দিও
আমাকে একটু হাসতে দিও
আমাকে তব দুয়ারে কাঁদতে দিও।


এর বিনিময়ে দিও
শাসের সুখ ,ঘাসের মুক্তি ,বেশি নয়
একটি সোনালু ফল বা ফুলের পেলবতা
আমি তোমাকে দিব এক জীবনের শ্রেষ্ঠ কবিতা।


                                       16.04.2014
02.


ভালোবাসাঃএকটি উপমা আন্দাজ খতিয়ান


ভালোবাসার রংধনুতে সাতটি রং থাকেনা
রং মেলাতে এসোনা বর্ণালী
এ যে আদিগন্ত রঙ্গিন  
এ যে আদিমা অসংখ্য চোখ থেকে
বর্তমান লেন্সে অনতিক্রম্য


ভালোলাগার সন্ধিক্ষণে দু'টো মন ভেজেনা
মন খুঁজোনা মিথুন
এ যে সবখানের কথা
এ যে প্রথম প্রহর কুসুমদাম হতে
বর্তমানের পুষ্প -নিচয়।


ভালোবেসে রাস্তা মেপোনা
এ যে সংখ্যাতীত ;পায়েরও অতীত
শেষ থেকে শুরু অব্দি
কাণাগলির মুখোমুখি যদি ...... ।


বাতাস খেলুক
ফুল আসুক
মন থেকে চরণে
গোপন প্রেম জাগুক


তারপর চোখে ,ষোলআনা
স্বপ্ন ,ষোলয়ানা পাওয়া
বা,
মিথ্যার পর মিথ্যার জাল বোনা
কোন নদীর গোপন দুঃখ জানা।


                   ২৭।০৪।২০১৪
3.


        প্রেম-প্রেমোহ (প্রেম হ' নয় বলুন প্রেম হয়)


কখনো চতুস্কোণ ,কখনো ত্রিভূজ ,কখনো চক্র কেন্দ্রে
দশদিকের,দশকথার,জবাব এসেছে,স্বাভাবিক অতন্দ্রে


শুধু একটি বাণ ,সুর না পাওয়া গান
একটি ব্রক্ষ্মাস্ত্র ;বক্ষ চিরে গেছে বারবার
                        উত্তর খুঁজেছি তার
চক্রে ,ত্রিশূলে আর ব্রক্ষ্মশীরে ।


...সেই একপুরুষঘাতিনী মহাশক্তিরে  
   ধুম্রশলাকার ধুম্রজালে ঢেকে চোখ
   মিছিমিছি চশমা এঁটে দেয়া চোখ
   অযথা কিছু আঙ্গুল,আমার বাধ্য ভ্রু
   বাধ্য কিছু কথা যেন বাধ্য উত্তরে ...
বুকেই জমা রেখেছি এতকাল । বেঁচে থাকা।


আজ দেব স্বীকারোক্তি ;গোপন থেকে গোপনে শক্তি
যেই প্রেম!
কি প্রেম ?প্রেম কী ?
এর উত্তর।


প্রেম সুন্দর । শুধু প্রেম ।
প্রথম চোখ পাওয়া যেন প্রেম
সেই চোখে কুকুরীর উজ্জ্বল লোভ তার লালসার জিভ যেন সুন্দর;
বাসের গায়ে বমনের চিহ্ন হয়ে যায় শ্রেষ্ঠ বিমূর্ত কলা ,সেও সুন্দর।
সূর্য দাপানো আকাশ সেদ্ধ দিন সুন্দর
ক্ষুধা ,
কুতসিত দারিদ্রতা ,গন্ডে দুঃখমালা নীলকন্ঠ
মৃত্যু ।
সুন্দর । সব হয় সুন্দর।
প্রেম যখন শুধু প্রেম।
প্রেমের চোখটা পৃথিবী সহজে দেয়?


প্রেমোহেই বরং;আমার চশমা আঁটা
মিথ্যিমিথ্যি সুন্দর হয়ে দুজনে
                          দুজনে এক রাস্তায় হাঁটা ।