একটি নদী ,বাঁশবাগান
             একটি হলদে চাঁদ
একসন্ধ্যার বাতাস ,সমস্ত জীবনের চাওয়া
          হতে পারত এইটুকুই।
তারপর ,একটি নদী ,বাঁশবাগান
             একটি হলদে চাঁদ
          স্নানরতা নারী ,
অনেক নদী ,অনেক চাঁদ
জীবনের চাওয়া আকাশের তারায় তারায়
একসন্ধ্যার বাতাসে দীর্ঘশ্বাস ,
           জীবন তো একটাই !