হায় এত রঙ নাগরিক নাট্যে
আমি একা এক ধূসর অবয়ব


সমাজের সবকিছু ফেলে
যেখানে বিরান চিরকাল
সেখানে নোঙর করে মন


কখনো দুপুর ছিল
ভাতঘুমে একা জননীরে দিয়ে ফাঁকি
নির্জন শরীরে একা কোন পৃথিবী আকি
ফিরেছিলাম ফের সংসারে


এতকাল পরে আমারেই ডাকে
আমারই আরেক জন
সেখানে নোঙর ফেলে মন।


হয়তো শ্রেনীকক্ষের জানালায় আমন্ত্রণ
সজনে ডাটায় একটি চড়ুই এক‌টি মেঘের কোণ
যাইনি বলে ভেবে দেখেছি কত
স্বপ্নে এখন পালকে পাই হারানো দিন যতো।


এই জীবনে যা হয়েছে হয়নি যা আজও
যায় আসে না সব পেয়েছি চোখ উদাসীন কাজও
সবাই আছে যদি বিরান আমি শুধু হই
চোখ মেললেই সভ্যতাতেই, অসুখ হয়ে রই।