ক্লান্তিহীন শহর
লেখকঃ শ্রী সজীব চন্দ্র খাসকেল


ক্লান্তি নেই তবু ক্লান্ত যেন এই জরাজীর্ণ শহর
অবসাদে ভুগিয়াছি আমি বহু কাল,  
তবু দিন শেষ খুঁজে পাইনি এমন কোন ঋতু কাল
যাহার ছায়ায় এহ হৃদ মাঝারে বাজবে  আলোর বীনা ফুটবে মুখে হাসি,
আলোকিত-পুলোকিত হবে এ ধরণীতল।


সেই দিনের অপেক্ষায় ক্লান্ত অবসাদে ভুক্ত জরাজীর্ণ এ শহর খুঁজছে মুক্তির পথ
লিখেছে খোলা চিঠি মুক্ত মঞ্চে তাহার উদ্দেশ্য  নাম তার সুহাসিনী
যে হাসির মায়া মমতা আমায় আজও  তীব্র যন্ত্রণা দেয় সুখের মোহনায়।


আক্ষেপর সুরে বলতে হয়  বাস্তবতার কথা
আমি যেন এক মরুর বুকে জন্ম নেয়া ক্লান্তি হীন এক তৃণলতা,
রোদের তীব্র প্রখরতা মৃত্যুর স্বাদ দেয় যে আমায় বারেবার
তবুও ক্লান্ত হই না আমি, ভাবি প্রকৃতির এ কেমন নির্মম নিষ্ঠুরতা।


প্রকৃতির এ ভালোবাসায় কেন বাজে এত নিষ্ঠুরতার সুর
যে সুরে রয়েছে  মোহ তার ভালোবাসা কাঁদায় সুমধুর।
এ কান্নার  হয়না কোন শব্দ, স্তব্ধ নীরবতা যার বহিঃপ্রকাশ।


আমি ক্লান্ত হইনা, হইনা আমি অবসাদ গ্রস্থ
শুনেছি কহে,


যাহা লোকায়ত দর্শন হয় তাহাকে নাকি ভালোবাসা কয়।
এই দর্শন না-কি আত্মার সাথে আত্মার নাকি দেহের সাথে দেহের
এই ক্লান্তিহীন শহর উত্তর খুঁজে পাই না তার,
তবুও উত্তর পাবার  তীব্র আকাঙ্খা আমায় রাত করে ভোর।