চল দল বেঁধে ঝাপ দিই
--
পতঙ্গের পাখা গজায়,
গজানো পাখায় থাকে বিনাশে আকর্ষণ,
অতঃপর তাহারা পুড়িয়া মরে।
ত্রস্ত যখন মানবকূল,
খুঁজে মরে নিস্তার
সমস্ত পৃথিবী জুড়ে,
আমরা মত্ত আত্মবিধ্বংসী খেলায়,
চেতনে নেই হুঁশ, তবুও মানুষ।
ঘাতক জীবাণু যমদূত হল
দুয়ারে দুয়ারে তার অবাধ বিচরণ,
আমরা নিত্য করি আলিঙ্গন
কত জীবাণুরে !!
তাচ্ছিল্যের হাসি হেসে
আমরা লুটোপুটি খাই যে যার মত,
যা কিছু হাতের নাগালে
সবি যে খেলার বস্তু।
কত রসের সমাচার থাকে,
আমরা মাতি অনর্গল রসের ফোয়ারায়।
সমাপ্তির আয়োজন শেষে
আমরা ডাক দিয়ে যাই
চল যাই, অবশেষে চল যাই-
দল বেঁধেই ঝাপ দিই,
আমরা চলি খাদের কিনারায়,
ওপাশে ঘন কালো কুয়াশা,
তবু আমরা আরও বিবিধ জীবাণু নিয়ে
উচ্ছাসে শেষের খেলায় মাতি।
২৯/০৪/২০