আমার ক্ষুদ্র গবেষণাগার
সূক্ষ বিচার জগৎ ও ধ্যান
হে আমার সৃষ্টিকর্তা আমাকে
বাঁচতে দাও ,বাঁচিয়ে দাও
তোমার কাছে ক্ষমা চেয়ে নিলাম
বহুদিন আগে বৃদ্ধ  বিধবা নারীকে
পথ পার করে দিয়েছিলাম
এত বিষয় থাকতেও তোমাকে নিয়ে
কবিতা লিখছি হে সৃষ্টিকর্তা
তোমায় বিস্তৃত জগৎকে কল্পনা করে
আজ আমি প্রার্থনায় নামলাম
আমাকে ক্ষমা করে দাও প্রভু।



আমার প্রার্থনালয়ে গিয়েছিরাম
পানিতে ভিজেছিলাম
মানুষের সাথে মিশিনি
মানুষ বদ বুদ্ধি দেয় যদি
সৃষ্টিকর্তার ধ্যান পড়ে শিখেছিলাম
হাসলে পুরস্কার
কাঁদলে আরো বেশী পুরস্কার
আমি তাই নিয়ে তাকি
আমার জগৎ বড় করতে চাই
তবু জগৎ বড় হল না
আরো ধ্যানে আছি
বুককে প্রশস্ত করব বলে।
ধন্যবাদ দিলাম আবারো সৃষ্টিকর্তারে।



আমার নিলাভ তারুন্য
সূক্ষ বুদ্ধি  গুন ও বৈশিষ্ট
এসবের রহস্য সৃষ্টিকর্তা
সৃষ্টিকর্তা একদিনও আমাকে
অন্যায়বাবে মানুষ হত্যা শেখায়নি
আমার আত্মজগতে আছে
যে সৃষ্টিকর্তা
সে সুষ্টিকর্তা খুব দ্বায়িত্বশীল ও সুন্দর।
সুন্দরকরে সৃষ্টিকর্তার কাছে প্রার্থনা
তোমার দ্বায়িত্বশীলতার মাঝে
আমি বন্দি হয়েই তাকতে চাই।