তোমাকে পেলে আমার কি যে হবে
না পেয়েই মরি মরি
আমি চাই আমি তোমার বুককে দিয়ে
আমাকে অনুভব করতে
তোমার একটুকু ভালোবাসা ।
পৃথিবী ফেড়ে গেল, তাপে যদি ফেটে যায় সূর্য
চাঁদ হার মেনে গেল
আমি গাছের পাতার শব্দ শুনি
অন্ধকারের ভাষা আছে
শরীরের লোমের ভাষা আছে
ভয় পেলে ঠোঁট কাঁপে
অনেক বড় পৃথিবীকে ম্যাপ
দিয়ে বোঝানো যায় না ।
মানুষকে বোঝা যায় ভাষা দ্বারা ।
ভাষা দ্বারা মানুষকে পূর্ণ বোঝা যায় না।
আমার পথচলা স্বাভাবিক
জন্ম নিয়েছি যেন পথ চলার জন্য।
এ পথ চলা সকল স্বাভাবিকের মধ্যেও অস্বাভাবিক
আমার কাছে অত্যাচারিতদের কান্না নিজের কান্নার মত।
সব মরুভূমি আমার কষ্টের বিছানা
উত্তপ্ত বালু হাটলে কেমন হয়
আমি প্রতিজ্ঞাব্ধ ।
আমি তোমাকে অনেক ভালোবাসব
এক হাজার আংটি দিয়ে তোমার পা সাজাব
এ আংটিগুলো মরুভুমির বালি দিয়ে তৈরি
আমার বুকের মরুভুমি ।