আমি মোহনা একটি অতি সাধারণ মেয়ে,  
তামাটে আমার গায়ের রং মাথায় কালো চুল,
মুখে মিষ্টি  হাঁসি সবাই কে আমার আপন মনে হয়,
আমি খুবই সাধারণ চোখে আমার কিছু স্বপ্ন... সাধারণ।
কবে যে বড়ো হয়ে গেলাম বুজতেই পারিনি
ফ্রক ছেড়ে চুড়িদার পড়তে শিখেছি আবার,
হয়তো একদিন শাড়িও পরব।
  ইচ্ছে ছিল ডাক্তার হবো উচ্চমাধ্যমিকে ভালো রেজাল্ট ও ছিল,
গলির মোরের চপের দোকানের ক্ষ্ণীন আলোয় হারিয়ে ফেলেছি আমার স্বপ্ন কে,
বাবা ছেড়ে চলে গেছে তিন বছর হলো
ছোটো ভাই আর আমি মা কে নিয়ে
হঠাৎ  করে আমি যেন বড়ো হয়ে উঠলাম।
সংসারের সব ভার এখন আমার কঁধে,
বাবার চপের দোকান এখন আমি চালাই,
এখন বাঁধাঁ ধরা রুটিনেই কাটে আমার জীবন..... দোকান আর বাড়ি।
হয়তো আমার স্বপ্ন গুলো মোহনা পাবে না কোনোদিনও....
তবুও........  তবুও  স্বপ্ন দেখে আমার মন।