পাতলা ঘুমে আছন্ন কিছু মানুষ
শুয়ে আছে চাদর বিছিয়ে রেল ষ্টেশনের এককোণে
সকাল সবে উঁকি দিয়েছে পুব রাস্তার মোড়ে
সূর্য কুয়াশা কেটে পথ করে দিচ্ছে আলোকে ।


কিছু নারী বাড়ি ফিরছে, সারা রাত কাজ করে
কিছু বাড়ি ছাড়বে সারা দিন কাজ করবে বলে ।
দৃশ্যমান আলোর পার্থক্য আজ তাদের করেছে ভিন্ন ।
সারাদিন ,সারারাত কাজ করবে শুধু একটু স্বপ্ন দেখবে বলে ।


স্বপ্নটাও যেন কেমন ?? বস্তি আর রাস্তায় তার রুপ ভিন্ন
হয়ত সে কখনো রানা প্লাজা , নয়ত কখনো পেট্রোল বোমা
স্বপ্নটাকে তাই টাকা দিয়েই ধার করতে হয় ঐ উঁচুতলা হতে ।
টিফিন ক্যারিয়ারটাকে হাতে নিয়ে তাই নিরন্তর স্বপ্ন খোঁজা
হারিয়ে যাওয়া স্বপ্ন,নতুন স্বপ্ন,পুরানো স্বপ্ন
এ যেন স্বপ্ন ফেরিয়লার পিছনে দৌড়ে বেড়ানর মত ।


সারা দিন স্বপ্ন খুঁজে আবার এলিয়ে পড়া শরীর
ভুলে যাওয়া সব কিছু ! স্বপ্নটিই খালি আটকে থাকে কাঁথার বাইরে ।
ভিতরে যায় না হয়ত কৌশলগত কারণে ।


যত যায় হোক ,
স্বপ্নকে তারা তারপরও খুঁজে নেয় ! তারায় ভরা আকাশের এক ফালি চাঁদে
রুগ্ন শিশুটি দু-এক টাকা দিয়ে দোকান থেকে স্বপ্ন কিনে চুষে খাই ।
অর্ধ উলঙ্গ নারীটি শীর্ণ আর ছেড়া কাপড় দিয়ে স্বপ্নটাকে ঢেকে রাখে নিজের কাছে ।
স্বপ্ন হার মানে, সকল পাওয়া আর না পাওয়ার হিসেব ভুল করা মানুষ গুলোর কাছে ।।