অকুণ্ঠ খুঁজেছ যে পথ মুক্তির তার সম্মুখে জড়ায়ে স্তব্ধ সুরের আর্তনাদ
বেলাশেষে প্রজাপতি আর শুঁয়োপোকার প্রতিবিম্বিত আক্ষেপ, ক্লান্তি জমে।
একদিন শহুরে গলিতে পোড়া ঘামের চ্যাটচ্যাটে নোনতা স্বাদে
অবসন্ন দেহ বিদ্রোহী হতে চেয়েছিল সূর্যকে করতলে রেখে স্পর্ধায়।
শরীরী উষ্ণতায় লালিত প্রেম বার বার ক্লান্ত হয় মনের দ্বৈরথে
দহনে দহনে পুড়ে খাক হয় সংবেদ্য অনুরাগ বোধহীন দেয়ালে হেলে।
এঁকেছি যে নতুন পথ স্বপ্নসারথি নিয়ে গতিময় এগোবার
ধ্বংসের উৎসবে মাতোয়ারা সব অনাগত সময়, ত্রস্ত হই।
তবু জানি ফিরবো সে পথে, পরিচিত সেই বাড়িয়ে দেয়া হাত
হয়তো আবার প্রসারিত হবে প্রেমে, অসাবধানি সময়েও অবিরাম।
এরপর তুমি আবার নীল শাড়ির আচল বিছিয়ে দিও মমতায়।
আমার কবিতারা আক্ষেপ নয়, শব্দ ছড়াবে প্রেমের।
বন্ধুতা হারে না জানো, সময়ের রুদ্ধতায় ক্লান্ত হয় হয়তো।
শেষ বিকেলের আলো তোমায় স্বপ্নবতী করুক, আমিও হবো স্বপ্নবাজ।
দ্রোহে দ্রোহে প্রেম হবে বিষাদের অনন্ত কারারক্ষী।