শুনে দেখো সান্ধ্য সঙ্গীতে এক আর্তীর দীর্ঘশ্বাস।
চুরি যাওয়া আলোয় গত হয়েছে উদ্ভাসী প্রহরেরা
আমাদের রক্ত ঘামে একাকার হয়ে ডানা মেলে
নিকশ কালো অভিমান! ছিন্ন পত্রের অনুরাগে
ধেয়ে আসে স্মৃতির কালো অক্ষর, মুর্ছিত অব্দ।
অথবা রাশ উৎসবে মাতোয়ারা হয়ে প্রতীক্ষিত,
তাই ঈর্ষায় আদ্যপান্ত জ্বলে ছারখার অঙ্গারে
প্রতিটি কবিতা জন্ম নেয় নির্ঘুম শতাব্দীর ক্লেশে
যাত্রা শুরু হলো আবার, তীর্যক অপ্রসন্নতায়
বছরান্তের ধুলিত স্মৃতির অধিকারহীন সমারোহে।