জীবনের প্রচ্ছদে এঁকে দাও জীবনের জলছাপ
আলাদা নই মোরা, ছিলামও না কখনো।
আমাতে খুঁজবে তুমি তোমার স্বরূপ, তোমাতে আমি।
বিষম ধরণীর প্রতিটি ধুলি গায়ে মেখে রোজ
তোমার ভেতর মিশে যাব ঢের।
আশা নিরাশার হিসেব নিকেষ পড়ে থাক অসার।
বিমুর্ত চৈতন্যে তুমি অক্ষয় মানবী।
অবিনাশী প্রাণে এঁকে যাও সময়ের পথ।
আমার স্বরূপ তুমি, তোমাতে আমি।
কুহকী মায়ায় জাল বেছানো নিত্য অভিমান
দমকা হাওয়ায় উড়ে  যাক নিরুদ্দেশ।
প্রেমে হও রৌদ্র নয়ত চৈতালি জ্যোৎস্না,
আলোর সমুদ্রে স্নানরত রব সময়কে স্থির করে।


নরম বিছানায় পিষ্ট হওয়া সুখ প্রক্ষলিত কামে !
এরচেয়ে আরও বেশি কাছে টেনো, দূর থেকে
তোমার বিষণ্ণ ঘামে খুঁজে নেই নিষিদ্ধ বিষ।
উৎকণ্ঠায় মৃদু হেসে দেখো, জড়তার অবসানে বসন্ত।
জীবনের জলছাপ এঁকেছ সুনিপুন হাতে ,
অকুণ্ঠিত বাসনার ঘোরে প্রেমিক কামিত নয়,
এক একটি সূর্য গড়ে আলো ছড়ায় স্বপ্নে।