ছন্দ নিয়ে ভাবি আমি,
ছন্দ কুঁড়াই মনে,
ছন্দ খুঁজি নদীর বুকে
মিষ্টি সমিরণে।


ছন্দে ভরা  ধরার বুকে
পাখপাখালির ঝাঁকে
ছন্দ খুঁজে বেড়াই আমি
মৌমাছির ঐ চাকে।


ছন্দ খুঁজি বৃষ্টি ফোটায়
নদীর কলতানে,
ছন্দ খুঁজি ঝর্ণাধারায়
মিষ্টি মধুর গানে।


আকাশ ভরা মেঘের ভেলায়
সাদা মেঘের ভাঁজে
ছন্দ খুঁজে বেড়াই আমি
স্রষ্টার সকল কাজে।


রঙধনুর'ই সাতটি রঙে
ছন্দ ভুরি ভুরি
ছন্দ খুঁজি চাঁদনী রাতে
তারার ফুলঝুরি।


জ্যোৎস্না ভেজা রাতের আকাশ
ছন্দ সীমাহীন,
ছন্দে ভরা এ পৃথিবী
সকাল রাত্রি দিন।