‌মেঘ বা‌লিকার ভাবনায়
‌বিষাদ হানা দেয়।


চা‌রি‌দি‌কে এত আনন্দ আ‌য়োজন
‌মেঘ বা‌লিকার বু‌কে‌তে ক্রন্দন
তার ভা‌লোবাসা ধরা দি‌য়ে হারায়
হৃদ‌য়ে হৃদয় মিল‌তে না চায়।


‌মেঘ বা‌লিকা যা‌রে যা‌চে হৃদয়ে
‌সে ধরা দেয় না,থাকে নিশ্চুপ হ‌য়ে।


‌মেঘ বা‌লিকার ভাবনার আকা‌শে
শুধু মেঘমালা আর মেঘমালা ভা‌সে
বৃ‌ষ্টি হ‌য়ে ঝ‌রে যায় তার ভা‌লোবাসা
পু‌ড়ে পু‌ড়ে উ‌ড়ে যায় সবটুকু আশা।


‌মেঘ বা‌লিকার বু‌কের কান্না
‌কিছু‌তেই থে‌মে যে‌তে চায় না
ভা‌লোবাসা কিছু‌তেই  ধরা দেয় না
কেন যুবক পাথর মেঘ বা‌লিকা জা‌নে না।


‌মেঘ বা‌লিকার ভাবনায়
শুধু বিষাদ ই জমা রয়।