বিরোধীর কন্ঠরোধ করে গণতন্ত্র নয়
বিরোধীকে গুম করে গণতন্ত্র নয়
বিরোধীকে মেরে ফেলে কি গণতন্ত্র হয়
বিরোধীকে ও বলতে দিয়ে হয়।


গণতন্ত্র জনগনের জন‌্য
সরকারি-বিরোধী সকলের অধিকার
দেশ গড়ার-কথা বলার
সবাই মানুষ,সকলের বাঁচার দরকার।


সহিংসতা,হানাহানি-রেষারেষি
সকাল-সন্ধ‌্যা আমজনতার খুন
দেশের বুকে-শত মায়ের বুকে
অহরহ জ্বলছে যে আগুন
এ বৈশিষ্ট‌্য গণতন্ত্রের নয়-
নয় চাওয়া নয় এত এত খুন।


এখন দুই হাজার পনের-
ভাবি এসেছে সময় ভেবে দেখার
কন্ঠরোধ নয়,নয় গুম,নয় খুন
বুঝি এসেছে সময় ভালোবাসার
স্বার্থপরতা ভুলে সবাই মিলে
সোনার বাংলাদেশ গড়ে তোলার।