যে আমার ভাষা বো‌ঝে
তার প্র‌তি ভা‌লোবাসা
‌যে আমার ভাষা বো‌ঝে না
তার প্র‌তিও ভা‌লোবাসা।


‌যে আমার ভাষা বো‌ঝে
‌সে হয়‌তো ভা‌লোবাস‌বে মো‌রে
‌যে আমার ভাষা বো‌ঝে না
‌সে হয়‌তো গা‌লি দে‌বে জো‌ড়ে।


আ‌মি বিদগ্ধ উদা‌সিন ক‌বি
‌যে যাই দিক কিছু তো পেলাম
সারাজাহা‌নের মানু‌ষের ত‌রে
শুধু ভা‌লোবাসা রে‌খে গেলাম।


ভা‌লোবাসা  দি‌তে পা‌রে কজন
সমা‌লোচনা আর গা‌লি জো‌টে
ভা‌লোবাসার অমর  বা‌নী সৃ‌ষ্টি‌তে
ক‌বি র জীবন যায় কে‌টে।


ঐ অমর‌ত্বের প্রত্যাশায় নয়
নয় বিজ‌য়ের মালা প্রার্থনায়
শুধু ভা‌লোবাসা আর ভা‌লোবাসায়
‌কিছু ভা‌লোবাসা দিলাম তোমায়।


পৃ‌থিবীর এই নিঠুর প‌থে
ভা‌লোবাসা কিম্বা গা‌লি যাই পেলাম
হৃদয় দুয়ার খু‌লে উদা‌সি আ‌মি
সবার ত‌রে ভা‌লোবাসা রে‌খে‌ গেলাম।