জীবন জোয়া‌রে ভে‌সে ভে‌সে
‌কোথায় যে হারা‌বে শে‌ষে
স্বপ্নগু‌লো হে‌লে দু‌লে আসা যাওয়ায়।


র‌ঙের মেলায় এই  র‌ঙের ভুব‌নে
কত র‌ঙের খেলা ক্ষ‌ণে ক্ষ‌ণে
তার ই মা‌ঝে মন ডু‌বে স্বপ্ন খেলায়।


ভাসমান মন র‌ঙিণ যখন তখন
কখ‌নো কখ‌নো বিষাদী আ‌লোড়ন
তবু মন ভা‌সে কা‌লের খেয়ায়।


জীবন জোয়া‌রে জীব‌নের যু‌দ্ধে
অ‌বিরত বহমান স্বপ্নভার স্ক‌ন্ধে
প‌লে প‌লে ভে‌সে যাওয়া অজানায়।


সম‌য়ের স্রো‌তে ভে‌সে ভে‌সে  এইভা‌বে
স্বপ্নভার বু‌কে  অব‌শেষ কোথায় দাড়া‌বে
জীবন যু‌দ্ধে তবু জীবন বৈঠা চালায়।