দিন গু‌নে গু‌নে অব‌শেষ
আ‌মি চাতক প‌ঙ্খি।


ঐ আ‌লো আ‌সে আঁধা‌রের শেষ
‌ভে‌বে ভে‌বে আ‌মি ক্লান্ত
‌মোর ক্লা‌ন্তি কা‌টে না আ‌লো আ‌সে না
আঁধা‌রের জয়ধ্ব‌নি অফুরন্ত।


বারবার ঘু‌রে ঘু‌রে পরাজয় দুয়া‌রে
                      সহা‌স্যে কড়া না‌ড়ে
ব্য‌থিত রয় মোর পরাণ সারা‌বেলা
           নয়ন ধারা ঝ‌রে বা‌রেবা‌রে।


আ‌মি আজ প্র‌তিক্ষায় স্থির
       যেন চাতক প‌ঙ্খি বেলা অ‌বেলা
‌কিছু পাওয়ার প্রত্যাশায় অ‌পেক্ষমান
                         সারাক্ষণ সারা‌বেলা।


‌দিন গু‌নে গু‌নে আ‌মি ব্য‌থিত একজন
প্রত্যাশায় দৃ‌ষ্টি প্রসা‌রিত যেন চাতক প‌ঙ্খি।