।।৩৭।।
"চললাম" বলে চলে যাওয়া যায়,
ফিরব বলেও হয়না ফেরা।
ঠিক-বেঠিকের আবর্তে পড়ে -
স্মৃতি হয়ে যায় মুহূর্তেরা।


।।৩৮।।
কি জানি কেন যে সব উল্টেপাল্টে যায়।
ছন্দিল দিনগুলো গোমড়ামুখ
নিয়ে, বসে থাকে নিশ্চুপ।
অনাগত আগামীর নিরাশারা দেয়
উঁকি, ঠুঁটো মন খুঁজে ফেরে আশ্রয় তার।


।।৩৯।।
তলানিতে জমেছে অচ্ছুৎ ইচ্ছেরা,
সীমানা নেই তবু আদতে সীমিত।
কে জোগায় রসদ, আর কে যে দেয় আস্কারা!
সূর্য ছোঁয়নি, তবু এখনও জীবিত।


*************************