স্বর্গ হতে নামিয়া আসিল সূবর্ন গোলক এক.
পরিক্রমন করিতে লাগিল মর্ত ধামের জল, স্থল, অন্তরিক্ষের কোনায় কোনায়.
আশ্চর্য্য গোলকের লাগি সকলি হইল সূবর্ন রঞ্জিত.
কিন্তু কোথা সেই সূবর্ন গোলক?
পড়িয়া আছে এক ধারে হইয়া মলিন.
কেহ তো চেনে না তারে, দেখে ও দেখেনা, কি তাহার নাম, কোথা তার ধাম.
সূবর্ন গোলক বার্তা পাঠাইল স্বর্গ রাজ্যে;
হে স্বর্গরাজ, আর কতদিন এভাবে, এই মর্তধামে?
স্বর্গ হতে দূত আসি জানাইল;
নাহ, এখনো তোমার কীয়দংশ রহিয়াছে সূবর্ন অপরিবর্তিত.
অর্থাৎ, মর্ত ধাম এখনো হয় নাই সম্পূর্ন সূবর্ন রঞ্জিত,
আরো বাকি পরিভ্রমনের.
অবশ দেহে আবার ও করিতে লাগিল পরিক্রমন.
সহসা স্বর্গ দূত আসি আকর্ষন করিল কৃষ্ন রঞ্জিত, কুঞ্চিত সূবর্ন গোলকে.
              .........