শৈশব কাল,
দুষ্টমি করে কাটালাম.
ছাত্রাবস্থায়,
শিক্ষক মহাশয় বললেন;
এখন শুধু পড়াশোনায় মন দাও.
বাধ্য ছাত্রের মতো তা মেনে নিলাম.
যৌবনে,
স্ত্রী বললো;
এখন শুধু ছেলেদের পড়াশোনার কথা ভাবো.
বাধ্য স্বামীর মতো তা মেনে নিলাম.
বার্ধক্যে,
গুরুজী বললেন;
এখন শুধু ধর্ম-চর্চায় মন দাও.
বাধ্য শিষ্যের মতো তা মেনে নিলাম.


নাঃ প্রেম করা আমার আর হলো না.


এমনি সময়ে,
গুরুজী বললেন;
যা করলে জীবনের সময় টুকু সুষ্ঠু-সুন্দর করে কাটানো যায় তাই-ই হলো প্রেম.
         ...........