আয়নার সামনে দাঁড়ালেম,
ওপাশে দেখলেম,
এক সৌম্যকান্তি যুবককে,
ঠোটের কোনে এক চিলতে হাঁসি.
আমার দিকে এগিয়ে এল,
আমিও এগিয়ে গেলাম.
হল কোলাকুলি,
কুশল বিনিময়.


আয়নার সামনে দাঁড়ালেম,
দেখলাম এক কুৎসিত যুবককে.
দাঁতমুখ খিচিয়ে আমার দিকে তেড়ে এল.
আমিও-.
দুজনেই আয়নার ভাঁঙ্গা কাঁচে বিনষ্ট হলাম.


মেলায় ঘুরতে গেছি,
একটা তাবু থেকে তারস্বরে চেঁচাচ্ছে;
দাদারা , দিদিরা, কাকা, কাকীমারা আসুন, হাঁসুন.
মন খুলে হাঁসুন,
প্রান খুলে হাঁসুন,
টিকিট, মাত্র দশ টাকা.
এগিয়ে গিয়ে দেখি,
তাবুর ভেতরের লোকগুলো,
হেঁসে লুটোপুটি খাচ্ছে.
কিন্তু কেন?
কয়েকটা টিকিট কেটে ঢুকে পড়লাম,
হাঁসতে হাঁসতে বেরিয়ে এলাম.
পরে জানলেম,
ওখানে কয়েকটা আয়না ছিল.
আবার একটু হেঁসে নিলেম.
           ..........