কোমরখানা কষে,
কোদাল নিয়ে,
মাটি কোপাতে গেলাম.
মাটি কোপাতে কোপাতে,
উঠে এল কয়েকখানা কেঁচো.
কেঁচো- কৃষকের বন্ধু,
তাই ওগুলোকে যথাস্থানে রেখে,
মাটি কোপাতে লাগলাম.
অসাবধানতাবশতঃ একটা কেটে দিলাম,
সামান্য অনুশোচনার পর ,
আবার আমার কাজে গেলাম.
কিছু সময় পর এসে দেখি,
ওটা সেই খানেই পড়ে আছে.
ফেলে দেবার জন্য স্পর্শ করলাম,
একটু নড়েচড়ে উঠল.
নিজেকে সংকুচিত প্রসারিত করে,
পূর্ণাঙ্গ একটা কেঁচোতে রুপান্তরিত করল,
মাটির ভেতর নিজেকে আড়াল করল.
একটা দীর্ঘশ্বাস ছেড়ে,
উঠে দাঁড়ালাম,
ঘাড় তুলে দেখি,
সামনে দাঁড়ায়ে আমার,-মা.
        ................