ছোটবেলা থেকেই আমি উড়নচন্ডি স্বভাবের,
কেউই আমাকে পছন্দ করতনা,
সবাই এড়িয়ে এড়িয়ে চলত.
বলত, এ তো মেয়েছেলে নয়, ছেলেমেয়ে.
তাতে আমার কোন ভ্রূক্ষেপ ছিল না,
কারন ,আমি তো জানি, আমি কোন অন্যায় করিনি,
বরং অন্যায়ের প্রতিবাদ করি.
আমার এই প্রতিবাদ দেখে,
সর্বাগ্রে যুব সমাজ আমার সঙ্গে সামিল হয়েছিল, পরে, পরে, শিশু থেকে আবাল বৃদ্ধ বনিতা, সকলে আমার সঙ্গে সামিল হয়েছিল.
আমিও সকলের সমষ্যা নিমেষে সমাধান করে দিয়েছিলাম.
পরবর্তী কালে আমার প্রয়োজনে যখন সকলের কাছে হাত পাতলাম,
তখন যুবসমাজ সর্বাগ্রে আমার কাছ থেকে দুরে সরে গেল.
পরে পরে আবাল বৃদ্ধ বনিতা সকেলই দুরে সরে গেল.
কেউ আবার মুখের সামনে দরজা বন্ধ করেদিল.
শুধু মা বসুন্ধরা আমার জন্য দরজা খুলে রেখেছিল.
       ..........