বসত বাড়ী তৈরি করার জন্য বাঁশ, কাঠ, খড় জড়ো করলাম.
ওগুলো থেকে একটা মোটা কাঠের গুঁড়ি এনে মাঝখানে দাঁড় করালাম.
হাতুড়ি, পেরেক দিয়ে ঘরের কাঠামোটাকে দাঁড় করাচ্ছি.
কিছু সময় পরে দেখলাম,
গুঁড়িটার গা থেকে রক্ত চুঁইয়ে পড়ছে.
ভয় পেয়ে গেলাম,
হাত থেকে হাতুড়িটা পড়ে গেল.
গুঁড়িটা মুচকি হেঁসে বলল;
কি গো রক্ত দেখে ভয় পেলে?
ও কিছু না, আপনা আপনি ভাল হয়ে যাবে.
ওটুকু তো আমাকে সহ্য করতেই হবে,
না হলে তোমার বাড়ির কাঠামো দাঁড়াবে কিসে?
তাছাড়া আমাকে এখানে না দাঁড় করালে আমি তো রোদে, জলে নষ্ট হয়ে যেতাম,
এখন যে আমি তোমার বাড়ির মূল স্তম্ভ.
           ...........