বাজার থেকে একটা পাখি কিনে এনেছিলাম পূষব বলে,
যথারিতি একটা খাঁচায় তাকে পুরে দিলাম.
সারাদিনের কাজের শেষে এসে দেখি,
ও খাঁচাটাকে কাটবার চেষ্টা করছে, কিন্তু পারছে না.
আমি ভাবলাম, ও খুব কষ্ট পাচ্ছে,
ওকে ছেড়ে দি,
কিন্তু আমার সাধের পাখি,
ছাড়ি কেমন করে?
পরের দিন ওকে খাঁচায় রেখে,
কাজে বেরিয়ে গেলাম,
কিন্তু বুকটা ধড়পড় করতে লাগল.
ভাবলাম বাড়ি ফিরে গিয়ে ওকে ছেড়ে দেব,
কিন্তু পারলাম না,
আমার সাধের পাখি.
এদিকে আমার বুকের ধড়পড়ানি বাড়তে লাগল.
একদিন রেগে ওকে ছেড়ে দিলাম,
ও কিছুটা উড়ে চলে গেল,
কিন্তু আবার ফিরে এল.
আমার ঘাড়ের উপর বসে আমার কান কামড়াতে লাগল.
এখন আমি কি করি?
ওকে না পারছি খাঁচায় পুরতে,
না পারছি একেবারে ছেড়ে দিতে.