ছল ছল, খল খল, ষোড়শী চপলা হরিনী,
না মানে শাসন, না মানে বারন, এমনি-.
মাথার উপর থাকি করে শাসনের জারি,
নিতান্ত অসহায় আমি, লাগি তারি.
এমনি শাসন কালে তর্জনী দেখায়ে মোরে,
কি করিয়াছো তুমি ঔ মর্তধামের পাপ নাশিবারে?
শিঙ্গা, ডম্বরু মাঝে ঢাকিয়াছ সকল আর্তনাদ,
শৃঙ্গ চুড়ায় বসি করিছ অহংকার ওহে জগতের নাথ.


কি করিতে পারি, আমি যে অচল, অটল,
মজিয়াছি ভাঙ্গ-ধুতুরায় করি শুধু টলমল.
সংসার ধর্ম ত্যাজি, নন্দী, ভিঙ্গিরে লয়ে আছি মহাসুখে,
যায় যাক সব রসাতল, আবৃত করিয়াছি ধুম্রমুখে.


নাঃ পিতা, শোভা পায় না তব ওই মুখে,
চল মোর সনে, সকল পাপ, দূঃখ  লইব আপন বক্ষে.
তোমারে খন্ড ক্ষুদ্র করি ,
           লইব আঁচল ভরি,
                 বসাইব আমি কপিল মুনি রুপে.
           ..........