ডাব কাটছিলাম, তিনটে ডাব.
পাশে একটা পাঁঠা বাঁধা ছিল,
নিশ্চিন্তে ঘুমাচ্ছিল.
প্রথমটা কাটা শুরু করলাম,
পাঁঠাটা মুখ তুলে তাকাল,
চোখে, মুখে একটা ভয়ের চিহ্ন .
প্রথমটা কাটা শেষ হল,
ওটা মাথা নামিয়ে চোখ বুজল.
দ্বিতীয়টা কাটা শুরু করলাম,
ও ধড়পড় করে উঠে পালাবার উপক্রম করল,
কিন্তু দড়িতে বাঁধা.
দ্বিতীয়টা কাটা শেষ হল,
ও আবার শুয়ে পড়ল.
তৃতীয়টা কাটা শুরু করলাম,
ও উঠে পড়ে চারদিকের আকাশ-বাতাস দেখতে দেখতে একটা দীর্ঘশ্বাস ফেলল.
তৃতীয়টা কাটা শেষ হল,
ও নিশ্চিন্তে ঘুমলো?
         .........